২০৪৬ জনকে চাকরি দেবে রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংক--সরকারী চাকরির খবর - Goverment News BD

Latest

daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,আজকের চাকরির খবর ২০২০,আজকের চাকরির খবর ২০২০,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2020,নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,নিয়োগ বিজ্ঞপ্তি 2020,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরির খবর ২০২০ সরকারি, চাকরির খবর ২০২০ সরকারি,চাকরির খবর ২০২০,saptahik chakrir khobor 2020,saptahik chakrir khobor potrika,

Subscribe Us

Saturday, February 22, 2020

২০৪৬ জনকে চাকরি দেবে রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংক--সরকারী চাকরির খবর

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৯ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদে ২০৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম ও পদসমূহ: সোনালী ব্যাংক লিমিটেড-৩১৫, জনতা ব্যাংক লিমিটেড-৩৬৯, রূপালী ব্যাংক লিমিটেড-৪৭০, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-১৪, বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-২৮৯, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-৪৭, ইনভেস্টমেন্ট কপোরেশন অব বাংলাদেশ-০৫ এবং কর্মসংস্থান ব্যাংক-০৭ জন
পদের নাম: অফিসার (জেনারেল)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক/স্নাতক (সম্মান)/সমমান। শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য নয়।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

No comments:

Post a Comment