Wednesday, July 1, 2020
New
১০৩৯ জন লোকের বিশাল নিয়োগ স্বাস্থ্য অধিদফতরে
প্রতিষ্ঠানের নামঃস্বাস্থ্য অধিদফতর।
পদের নামঃমেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)।
পদসংখ্যাঃ৪৯৭ জন।
শিক্ষাগত যোগ্যতাঃউক্ত বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি)।
পদসংখ্যাঃ১১৫ জন।
শিক্ষাগত যোগ্যতাঃউক্ত বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নামঃমেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)।
পদসংখ্যাঃ ১১১ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ উক্ত বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ১২,৫০০-৩০,২৩০ টাকা
পদের নামঃমেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)।
পদসংখ্যাঃ১১৩ জন।
শিক্ষাগত যোগ্যতাঃউক্ত বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি)।
পদসংখ্যাঃ ৫৩ জন।
শিক্ষাগত যোগ্যতাঃউক্ত বিষয়ে ডিপ্লোমা।
বেতনঃ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নামঃকার্ডিওগ্রাফার।
পদসংখ্যাঃ ১৫০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি/সমমান।
অভিজ্ঞতাঃ০৩ বছর।
বেতনঃ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়সঃ
-১৮-৩০ বছর।
-বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়মঃ dghsc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করবেন। সেই সাথে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফিঃটেলিটকের মাধ্যমে ১১২ টাকা পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়ঃ২০ জুলাই ২০২০

About iman
alistarbot is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of alistarbot is to provide the best quality blogger templates.
সরকারী চাকরির খবর
Subscribe to:
Post Comments (Atom)
Good
ReplyDelete